Nigeria went on to win the World Cup knockout stage 2-1, Argentina(নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। )
নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন রোহো
তখন মেসির একটি ছবি সামাজিক মাধ্যমে
বানভাসি হয়েছিল। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় মেসি যেন তখনই চাপে ভেঙে পড়ছেন।
রক্তিম মুখের আভা। কপাল টনটন করছে চাপের যন্ত্রণায়। মেসি আঙুল দিয়ে ডলছেন। ৩-০তে
বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়া মেসি এরপর একের পর এক হতাশামাখা
খবরের মধ্যে দিয়ে এলেন। আর্জেন্টিনায় নাকি বিদ্রোহ চলছে। কেউ সাম্পাওলির অধীনে
খেলবে না। নাইজেরিয়া ম্যাচের আগে দলের ভার নিচ্ছেন বুরুচাগা!
No comments